• Call: +88 01313-498583
  • Gushulia, Sataish, Tongi, Gazipur
  • 24/7, Always Open
  • Webmail

আইএমসিএইচ ডায়াগনোস্টিকস এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

গত ১৫ জুলাই, ২০২৩ ইং তারিখে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্‌ এন্ড কনসাল্টেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব ড. আহমদ আল কবির ও ব্যপস্থাপনা পরিচালক জনাব এম এ মুবিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের উপ-ব্যাপস্থাপনা পরিচালক জনাব ওয়াসিম আব্দুর রব এবং পরিচালক জনাব কর্ণেল আনোয়ারুল আজিম (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব কর্ণেল ডাঃ সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী (অবঃ)।