• Call: +88 01313-498583
  • Gushulia, Sataish, Tongi, Gazipur
  • 24/7, Always Open
  • Webmail

"মোবাইল মেডিকেল সার্ভিস" বাস এর শুভ উদ্বোধন

দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দার গোড়ায় পৌঁছে দেয়ার জন্য আজ- ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল,ইম্পিরিয়াল মেডিকেল হাসপাতাল সিলেট ও দুবাইয়ের Aster Health care এর যত উদ্যোগে -
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল "মোবাইল মেডিকেল সার্ভিস"
বাস এর শুভ উদ্বোধন করেন -
অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মাননীয় মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এবং এম এ মুবিন খান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিঃ
এছাড়াও উপস্থিত ছিলেন- পরিচালক, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল,
অধ্যক্ষ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও আরও অনেকে।